১০ টাকায় টিকিট কেটে চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি:- হাসপাতালে চিকিৎসা নিতে আসা আর পাঁচটা সাধারণ রোগীর মতোই ১০ টাকায় টিকিট কেটে চোখের ডাক্তার দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চোখের চিকিৎসা করিয়েছেন তিনি। এসময় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল ৮টায় হাসপাতালের বহিঃবিভাগের টিকেট কাউন্টারে টিকিট কাটেন তিনি। এরপর চোখের চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা নেন। হাসপাতাল ত্যাগ করার সময় বহিঃবিভাগের নার্স, রোগী ও হাসপাতলে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।

চিকিৎসা বিষয়ক খোঁজ খবর নেন ও তাদের সঙ্গে ছবিও তোলেন তিনি।হাসপাতালে গিয়ে টিকিট কেটে চিকিৎসা নেয়ার নজির প্রধানমন্ত্রীর এটিই প্রথম নয়। এর আগে, ২০১৯ সালের ২৯ আগস্ট লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে চোখের ডাক্তার দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেদিনও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সাধারণ রোগীদের মতোই সরকার নির্ধারিত ১০ টাকার টিকিট কেটে চিকিৎসা নেন তিনি।