১১ ঘণ্টা পর দেশের সব মোবাইল অপারেটরের ফোরজি ও থ্রিজি ইন্টারনেট সেবা ফের চালু

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক// ১১ ঘণ্টা পর দেশের সব মোবাইল অপারেটরের ফোরজি ও থ্রিজি ইন্টারনেট সেবা ফের চালু হয়েছে।

শুক্রবার (১৫ অক্টোবর) বিকালে, মোবাইল অপারেটর কোম্পানি রবি ও গ্রামীণফোনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এর আগে, ভোর ৫টা থেকে ইন্টারনেট ডেটা বন্ধ হয়ে যায়।বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন-বিটিআরসি জানায়, কারিগরি সমস্যার কারণে মোবাইল ইন্টারনেট বন্ধ ছিলো।গ্রামীণফোন থেকে জানানো হয়, থ্রিজি ও ফোরজি সেবা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করা হচ্ছে।

এদিকে, ফোরজি ও থ্রিজি ইন্টারনেট সেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন নানা শ্রেণিপেশার মানুষ। আর সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে এসএমএস পাঠিয়ে দুঃখ প্রকাশ করে অনেক মোবাইল অপারেটর।তবে, মোবাইল ডেটা বন্ধ থাকলেও চালু ছিলো দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। ব্রডব্যান্ড ব্যবহার করে সব ধরনের ওয়েবসাইট ব্রাউজ করা যাচ্ছে।