১২ বছর বয়সী চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের পরে ধর্ষণ মামলায় প্রধান আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ওসামা বিন লাদেন রাজবাড়ী জেলা প্রতিনিধি// রাজবাড়ীতে ১২ বছর বয়সী চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ ও অপহরণের পরে ধর্ষণ মামলায় প্রধান আসামী মোঃ মনির খান নামে এক আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন নিগার এ রায় দেন। এ মামলায় অপর চার আসামীকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামী মনির খান শরিয়তপুর জেলার নরিয়া উপজেলার শুভগ্রাম এলাকার মৃত আমির হোসেন খানের ছেলে। খালাস প্রাপ্তরা হলো প্রাইভেট শিক্ষিকা জুলি, জুলির মা আনোয়ারা বেগম, প্রতিবেশী কল্পনা বেগম ও জবেদা বেগম। আদালত ও এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১০ মার্চ সকাল সাড়ে নয়টায় গোয়ালন্দ উপজেলার বাহাদুরপুর গ্রামের দারোগ আলীর মেয়ে জুলির কাছে প্রাইভেট পড়তে যায় ওই শিশুটি।

প্রাইভেট পরে আর বাড়িতে ফিরে না আসলে মেয়েটির মা জুলিদের বাড়ি গিয়ে জানতে চাইলে জুলি জানায় ওই শিশুটি পড়া শেষ করে অনেক আগেই বাড়ি চলে গেছে।

এরপর আত্মীয়স্বজন ও প্রতিবেশীর বাড়িতে খোঁজাখুঁজি করে আর পাওয়া যায়না শিশুটিকে। এক বছর পর ২০১৭ সালের ১৩ মে মেয়েটি ফোন করে জানায়, তার প্রাইভেট শিক্ষিকা জুলি, জুলির মা আনোয়ারা বেগম এবং প্রতিবেশী কল্পনা বেগম ও জবেদা বেগম মিলে তাকে মনির হোসেনের মাইক্রোবাসে তুলে দেন। এরপর মনির খান প্রথমে ঢাকায় ও পরে শরিয়তপুরে মনির খানের বাড়িতে তাকে আটকে রাখে ও নির্যাতন করে। এ ঘটনায় ওই দিনই মেয়েটির মা গোয়ালন্দ ঘাট থানায় বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলা করেন।

রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর এডভোকেট উমা সেন বলেন, ১২ বছরের চতুর্থ শ্রেণীতে পড়ুয়া ওই শিশুটি মা মামলা দায়েরের পর দীর্ঘদিন এ মামলা চলে আসছিলো।

দীর্ঘ শুনানি শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন নিগার মূল আসামির যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন। রায় প্রদানকালে আদালতে উপস্থিত ছিলেন না মূল আসামী ।