১৬০০ টন গম নিয়ে ডুবে গেল জাহাজ

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

অনলাইন ডেস্ক:- বঙ্গোপসাগরে দুর্ঘটনার কবলে পড়ে ডুবে গেছে লাইটার জাহাজ ‘এমভি তামিম’। জাহাজটিতে প্রায় ১ হাজার ৬০০ টন গম ছিল।

বুধবার (১৮ই মে) বিকাল ৪টার দিকে জাহাজটি লক্ষ্মীপুরের রামগতি পাইলট বিচ সংলগ্ন তিল্লার চর এলাকায় ডুবে যায়।এর আগে, মঙ্গলবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা জাহাজ ’এমভি প্রোফেল গ্রিজ’ থেকে এক হাজার ৬০০ টন গম নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয় জাহাজটি। বুধবার বিকালে জাহাজটি রামগতির তিল্লার চর এলাকায় পৌঁছালে জাহাজের হেজ ফেটে পানির নিচে গমসহ ডুবে যায়।

জাহাজটি ওয়াটার ট্রান্সপোর্ট সেলের (ডব্লিউটিসি) সিরিয়ালে পরিচালনা করছিল সমতা শিপিং অ্যান্ড লজিস্টিকস।সমতা শিপিং অ্যান্ড লজিস্টিকসের নির্বাহী পরিচালক জামাল হোসেন জানান, এসব গম ঢাকার নাবিল অটো ফ্লাওয়ার মিলে নিয়ে যাওয়া হচ্ছিল।

দুর্ঘটনাকবলিত জাহাজটিতে ১২ জন নাবিক ছিল। তাদের অপর একটি জাহাজ উদ্ধার করেছে। জাহাজটিতে এক হাজার ৬০০ টন গম ছিল। যার মূল্য ছয় কোটি ৬৪ লাখ টাকা।