১৭ কোটি মানুষের জন্য পণ্য আমদানি করা কঠিন: বাণিজ্য প্রতিমন্ত্রী

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

১৭ কোটি মানুষের জন্য পণ্য আমদানি করা কঠিন, তাই উৎপাদন বাড়ানোর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বলেন, রিজার্ভের টাকা খরচ করে পণ্য আমদানি করা হচ্ছে, আসন্ন রমজানে পণ্যের সংকট থাকবে না।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে সিরডাপে এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বাজারের কোনও পন্য অবিক্রিত থাকছে না কিংবা কেউ খালি হাতেও ফিরছে না। কিন্তু একসময় টাকা দিলেও খাদ্য পাওয়া যেত না। এ সময় কেউ মজুতদারি করে বাজার অস্থির করলে তা দমন করা হবে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী একমাসের মধ্যে ধানের উৎপাদন খরচ ও ক্রয়-বিক্রয়ের হিসাবসহ খুচরা মূল্য দেয়া হবে। এছাড়া, বাজার ব্যবস্থাপনা ও সরবরাহ ব্যবস্থাকে নিরবিচ্ছিন্ন করতে কাজ করতে চান বলেও জানান তিনি।