২য় ধাপে ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে দিনাজপুর জেলার দিনাজপুর, পৌরসভার নির্বাচন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

দিনাজপুর জেলা প্রতিনিধি:- দিনাজপুর জেলার একমাত্র প্রথম শ্রেণির পৌরসভা দিনাজপুর পৌরসভার নির্বাচনকে ঘিরে মেয়র প্রার্থীকে নিয়ে রাজনৈতিক মহলে চলছে আলোচনার গুঞ্জন।

কারণ এখানে মেয়র পদে কোন কালেই আওয়ামী লীগ প্রার্থী জয়লাভ করতে পারেনি।

স্বাধীনতার পর বিগত বছরগুলো এই পৌরসভায় বিএনপি, স্বতন্ত্র এবং বাম দলের প্রার্থীরাই মেয়র নির্বাচিত হয়েছে।

আওয়ামী লীগের দলীয় কোন্দল ও প্রার্থী নির্বাচন জটিলতাসহ বিভিন্ন কারণে বার বার আওয়ামী লীগ প্রার্থী পরাজিত হয়েছে।

এবারও দলীয় কোন্দল রেখেই প্রার্থী দেয়া হয়েছে।মেয়র পদে বড় দুই রাজনৈতিক দলের প্রার্থীসহ ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিএনপি থেকে পর পর দুইবার নির্বাচিত বর্তমান মেয়র বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম দলীয় মনোনয়নে নির্বাচন করছেন।

আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করছেন জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ।

অপর মেয়র প্রার্থীরা হলেন: জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেল, কমিউনিস্ট পার্টির এ্যাড. মেহেরুল ইসলাম এবং ইসলামী আন্দোলনের হাবিবুর রহমান রানা।

১২টি ওয়ার্ড নিয়ে গঠিত দিনাজপুর পৌরসভায় কাউন্সিলর পদে সংরক্ষিত নারী আসনে ১৮ জন এবং সাধারন কাউন্সিলর প্রার্থী রয়েছেন ৬৪ জন।

সময়ের সাথে পাল্লা দিয়ে মেয়র ও কাউন্সিলর পদ প্রার্থীরা দিনরাত সমানে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের দিচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের নানা প্রুতিশ্রুতি।

আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টির মেয়র প্রার্থী দিনরাত পাড়া-মহল্লায় ছুটছেন ভোটারদের সমর্থন আদায় করতে।

মেয়র প্রার্থীরা সকলেই স্ব স্ব অবস্থান থেকে জয়ের ব্যাপারে আশাবাদী।জেলার রাজনৈতিক মহলসহ সকলের দৃষ্টি এখন দিনাজপুর পৌর সভার নির্বাচনের দিকে।

আওয়ামী লীগ কি পারবে ভোটের লড়াইয়ে ইতিহাস সৃষ্টি করে এই পৌর সভার মেয়রের চেয়ারটি দখলে নিতে এমন জল্পনা-কল্পনাই চলছে রাজনৈতিক ও সুুধী সমাজে।

১৬ জানুয়ারি এখানে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ১ লাখ ৩০ হাজার ৮শ’ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।