২০২০ সালের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মানিক কুমার দাস স্টাফ রিপোর্টার:- ২০২০ সালের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে যুক্ত হয়েছে নতুন ১৪ লাখ ৬৫ হাজার ভোটার।

এনিয়ে মোট ভোটার সংখ্যা ১১ কোটি ১২ লাখ ৮৪ হাজার ১শ৫৮ জন।

আজ (রোববার ১৭ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনের সভা শেষে ইসির সিনিয়র সচিব সাংবাদিকদের এতথ্য জানান।

মহামারী করোনা অতিমারির জন্য ২০২০ সালে বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করেনি নির্বাচন কমিশন। তবে ২০১৯ সালে ১৮ বছরের কম বয়সী নাগরিকদের অগ্রিম তথ্য সংগ্রহ করা হয়েছিল।

সেই তথ্য ও ২০২০ সালে যে সব নাগরিক নিজ উদ্যোগে ভোটার হয়েছেন তাদের সবাইকে যুক্ত করে খসড়া ভোটার তালিকা প্রকাশ করলো নির্বাচন কমিশন।নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর জানান।

নতুন ভোটার ১৪ লাখ ৬৫ হাজার ৪৬ জন এবং মোট ভোটার ১১ কোটি ১২ লাখ ৮৪ হাজার ১৫৮ জন। ৩১ জানুয়ারি পর্যন্ত এই তালিকা নিয়ে আপত্তি জানানো যাবে বলেও জানান তিনি।

দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে সিরাজগঞ্জে ভোট পরবর্তী সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের সুনাম ক্ষুণœ করতেই অপশক্তি বিশৃঙ্খলা করছে। তাদের আইনের আওতায় আনা হবে।

অন্যদিকে, সিরাজগঞ্জ পৌরসভার কাউন্সিলর তরিকুল ইসলাম হত্যার ঘটনায় সাহাদাত হোসেনসহ ৩২ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন নিহতের বড় ছেলে।

দোষীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এই হত্যার তদন্তে পুলিশ সুপার হাসিবুল আলমকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে।