২০ পিস স্বর্ণের বারসহ আটক ১

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

শাহাবুদ্দিন যশোর জেলা প্রতিনিধি:- ভারতে পাচারের সময় ২০ পিস স্বর্ণের বারসহ ১ সোনা পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

সোমবার (২১ ডিসেম্বর) ভোরে, যশোর শহরের পৌরপার্কের সামনে থেকে ওই পাচারকারিকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মুল্য ১ কোটি ৬৩ লাখ টাকা বলে জানা গেছে।

আটককৃত ব্যক্তির নাম ইমাদুল হোসেন। সে যশোরের বেনাপোলের কাগজপুকুর গ্রামের আসলাম হোসেনের ছেলে।যশোর ৪৯ বিজিবির লে. কর্ণেল সেলিম রেজা জানান, তারা গোপনে জানতে পারেন একটি চক্র শহরের পৌর পার্কের সামনের রাস্তা দিয়ে স্বর্ণের চালান নিয়ে বেনাপোল সীমান্তে যাওয়ার চেষ্টা করছে।

এ খবর পাওয়ার পর বিজিবি সদস্যরা ভোর সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে রাস্তা থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়।

এসময় তার শরীর তল্লাশি করে ৫টি প্যাকেটে মোট ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটককৃত ইমাদুল র্দীর্ঘদিন ধরে চোরচালানের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে যশোর কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।