২৪ ঘণ্টায় রাজবাড়ীর দৌলতদিয়া পানি বেড়ে এখন বিপৎসীমার ৫১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

শ্রী হরেন্দ্র মানিকগঞ্জ জেলা প্রতিনিধি// বেড়েই চলেছে পদ্মার পানি। গত ২৪ ঘণ্টায় নদীটির রাজবাড়ীর দৌলতদিয়া পয়েন্টে পানি তিন সেন্টিমিটার বেড়ে এখন বিপৎসীমার ৫১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এরই মধ্যে পানিবন্দি হয়ে পড়েছে নদী সংলগ্ন নয়টি ইউনিয়নের বেশ কয়টি গ্রামের প্রায় পাঁচ মানুষ। প্লাবিত এলাকাগুলো হলো- গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবোগ্রাম ইউনিয়ন, রাজবাড়ী সদর উপজেলার বরাট, খানগঞ্জ, মিজানপুর ইউনিয়ন, কালুখালী উপজেলার রতনদিয়া, কালিকাপুর ইউনিয়ন, পাংশা উপজেলার হাবাসপুর ও বাহাদুরপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম।আতঙ্কে থাকা পানিবন্দি মানুষের অভিযোগ, দুর্গত এলাকায় এখনও পর্যন্ত কোনো ত্রাণ সহায়তা মেলেনি, দেখা যায়নি কোনো জনপ্রতিনিধিকে। এদিকে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বলছেন, উপজেলা পর্যায়ে প্রায় সাত হাজার মানুষের জন্য খাদ্য সহায়তা পাঠানো হয়েছে। প্রয়োজনের আরও পাঠানো হবে। ত্রাণ সহায়তা দেওয়ার মতো পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে।