৩,৫০০ ইয়েমেনি শিশু নিহত হয়ছে! সৌদি বিমান হামলায়

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

অনলাইন ডেস্ক:- দমন-পীড়ন সহ দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের বিমান হামলায় অন্তত সাড়ে তিন হাজার শিশু নিহত হয়েছে। হিউম্যান রাইটস সেন্টার নামে ইয়েমেনের একটি মানবাধিকার সংগঠন এ তথ্য দিয়েছে।

সংস্থাটির মতে, আরো সাড়ে পাঁচ লাখ শিশু অপুষ্টি ও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে । দিন দিন মৃত্যুর ঝুঁকি দিকে এগিয়ে যাচ্ছে ।

আমেরিকা ও ব্রিটেনসহ কয়েকটি পশ্চিমা দেশের সমর্থন এবং সহযোগিতা নিয়ে ২০১৫ সালের ২৫ মার্চ থেকে সৌদি আরব ইয়েমেনের ওপর বর্বর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। এতে হাজার হাজার শিশু শিশুসহ মহিলা, বৃদ্ধপুরুষ আহত হয়েছে।

ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে হিউম্যান রাইটস সেন্টার বলেছে, সৌদি আগ্রাসনের মধ্যে যেসব শিশু মারা গেছে তাদের শতকরা ৯০ ভাগই মারা গেছে।

আমেরিকা-ভিত্তিক সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন’ এবং ইভেন্ট ডাটা প্রজেক্ট’র ধারণা মতে, ইয়েমেনে সৌদি আগ্রাসনে এক লাখের বেশি মানুষ মারা গেছে। এছাড়া ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় গত বছর জানিয়েছে। চার লাখ শিশু মারাত্মক খাদ্য হীনতা অপুষ্টিতে ভুগছে বলে জানা গেছে।