৩৯ লক্ষ টাকা সহ অনলাইন শপিং মল ‘ইভ্যালি ‘ এর শাখা ব্যবস্থাপকসহ আটক৩

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:- অগ্রিম টাকা দিয়ে সময়মতো গ্রাহকের চাহিদা মতো, পন্য না দেয়াসহ নানা অভিযোগের ভিত্তিতে মানিকগঞ্জের সিংড়ায় থেকে অনলাইন শপিং মল ই-ভ্যালি এর একটি শাখা থেকে প্রায় ৪০ লক্ষ টাকা সহ স্থানীয় ম্যানেজারসহ তিনজনকে আটক করেছে সিংড়া উপজেলা নির্বাহি অফিসার রুনা লায়লা।

তিনি জানান ইভ্যালির নামে ওই প্রতিষ্ঠানের এলাকার পারিল বাজারে এই অফিস নিয়ে গ্রাহককে বেশি মুনাফার প্রলোভন ও বিভিন্ন পণ্যের আকর্ষণীয় অফার দিয়ে, পণ্য বিক্রি ও চাহিদা পন্য, সময় মতন না দিয়ে গ্রাহকের সাথে প্রতারণা করে আসছে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহি অফিসার রুনা লায়লা, সোমবার দুপুরে পারিল গ্রামের বাজারে অবস্থিত ইভ্যালি অফিস থেকে, নগদ ৩৮ লাখ ৮৯ হাজার তিনশত টাকা সহ আটক করে। সহ-ব্যবস্থাপক বিপ্লব (২৫) ববিদুল (২৫) ও জামাল (৩০) কে আটক করে আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান।

প্রতিষ্ঠানটির শাখা প্রধান হেনা আক্তার স্থানীয় ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স দিয়ে এই ভয়াবহ প্রতারণা করে আসছে । স্থানীয় প্রভাবশালী মহল বিষয়টি জানালেও ও তাদের ম্যানেজ করেই এই অপকর্ম চালাতো বলে অভিযোগ পাওয়া যায়।