৩ দাবিতে স্পিকারের কাছে সোহেল তাজের স্মারকলিপি

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ফরিদ আহমেদ স্টাফ রিপোর্টার:- তিন দফা দাবিতে স্পিকার ড. শিরীন শারমিন চোধুরীর কাছে স্মারকলিপি প্রদান করেছেন জাতীয় চার নেতার অন্যতম এবং দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

সোমবার (৩১ অক্টোবর) বিকেলে সোহেল তাজের কাছ থেকে এ স্মারকলিপি গ্রহণ করেন স্পিকার একান্ত সচিব এম এ কামাল বিল্লাহ।

এর আগে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সংক্ষিপ্ত সমাবেশ ও পদযাত্রা করেন সোহেল তাজ।সমাবেশে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও তুলে ধরাই নিশ্চিত করতে পারে বাংলাদেশের সুন্দর ভবিষ্যৎ। আমাদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে সংসদে উপস্থাপনের জন্য স্মারলিপি দিচ্ছি।

সোহেল তাজের দাবিগুলো হলো প্রথমত, ১৯৭১ সালের ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়, সেহেতু বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র (প্রজাতন্ত্র) হিসেবে জন্ম লাভ করে। তাই এই দিনটিকে ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণা করতে হবে।দ্বিতীয়ত, ৩ নভেম্বর ‘জেল হত্যা দিবস’কে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে।তৃতীয়ত, জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের সব বেসামরিক ও সামরিক সংগঠক, পরিচালক, অমর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের নাম, অবদান ও জীবনীসহ মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস যথাযথ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে সর্বস্তরের পাঠ্যপুস্তকে ও সিলেবাসে অন্তর্ভূক্ত করতে হবে।