৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার লুঙ্গি-গেঞ্জি ও গামছা পরা এক যুবক পরীক্ষার

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মেহেদী হাসান স্টাফ রিপোর্টার:- খায়রুল হাসান শিবলু ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল তার একটি ছবি।

ছবিতে দেখা যাচ্ছে, লুঙ্গি-গেঞ্জি ও গামছা পরা এক যুবক পরীক্ষার প্রবেশপত্র হাতে নিয়ে কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছেন। জানা গেছে, ময়মনসিংহের নান্দাইল উপজেলার আতকাপাড়া গ্রামের মৃত আবুল হাসান কাদেরের ছেলে শিবলু। তিনি ২০০৬ সালে এসএসসি-২০১০ সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং ২০১৫ সালে বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিভিল) পাস করেন। তাছাড়া এলএলবি প্রিলি ২ বছরের কোর্সও সম্পন্ন করেন। গত শুক্রবার ছবিটি ফেসবুকে দিয়ে ক্যাপশনে ওই যুবক লিখেন, তৃতীয় ও শেষ বিসিএস পরীক্ষা। তাই আজ লুঙ্গি পরেই পরীক্ষা দিলাম। তার পরীক্ষার কেন্দ্র ছিল রাজধানীর মহাখালীস্থ টিএন্ডটি মহিলা কলেজে। পরীক্ষার হলে লুঙ্গি পরে যাওয়ার কারণ জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, পোশাকটি শুধু আরামদায়ক নয়, এটি বাঙালির ঐতিহ্যও বটে। আর সেই পোশাক পরেই আমি ৪১তম বিসিএস পরীক্ষা দিলাম। আমাকে প্রকৃত বাঙালি হিসেবে পরীক্ষা হলে যেতে অনুমতি দেয়ার জন্য টিএন্ডটি মহিলা কলেজ কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ। এ পর্যন্ত তিনবার বিসিএস পরীক্ষা দিয়েছেন শিবলু। ৩৮তম, ৪০তম ও সর্বশেষ ৪১তম।