৪ কোটি টাকার বিদেশি ব্র্যান্ডের ৬০ লাখ শলাকা সিগারেট জব্দ

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ওসামম চট্টগ্রাম জেলা প্রতিনিধি // চট্টগ্রাম বন্দরে কাপড়ের হ্যাঙ্গারের কনটেইনার থেকে প্রায় সাড়ে ৪ কোটি টাকার বিদেশি ব্র্যান্ডের ৬০ লাখ শলাকা সিগারেট জব্দ করেছে কাস্টমস।বৃহস্পতিবার বন্দরের এনসিটি কনটেইনার ইয়ার্ডের একটি কাভার্ডভ্যান থেকে এসব সিগারেট জব্দ করা করা হয়।গত ২৮শে মে শুল্কমুক্ত সুবিধায় ঢাকার সাভারের ভার্সেটাইল এটায়ার লিমিটেড চীন থেকে দুই লাখ ৪১ হাজার ৫০০ পিস কাপড়ের হ্যাঙ্গারের একটি কনটেইনার আমদানি করে। সব কার্যক্রম শেষে বৃহস্পতিবার চালানটি খালাসের সময় অভিযান চালায় কাস্টমস এর এআইআর টিম।পরে কাভার্ডভ্যান থেকে পণ্য বের করার পর দেখা যায়, ৩০০টি হ্যাঙ্গারের কার্টুনের প্রতিটিতে সিগারেটের দুটি ইনার কার্টুন রয়েছে। এতে বিদেশি তিন ব্র্যান্ডের ২০ লাখ শলাকা করে মোট ৬০ লাখ শলাকা সিগারেট পাওয়া যায়। এতে সাড়ে ১৪ কোটি টাকা রাজস্ব ফাঁকির অপচেষ্টা রুখে দিয়েছেন শুল্ক কর্মকর্তারা।