৫৪ দলের নেতা কে, মানুষ তাদের ভুয়া বলে: ওবায়দুল কাদের

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মেহেদী ঢাকা:- মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্নার অসুস্থতাকে ‘রাজনৈতিক’ উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বললেন, আমাদের পরবর্তী নির্বাচনের নেতা শেখ হাসিনা। ৫৪ দলের নেতা কে? লোকে তাদের ভুয়া বলে।

সোমবার (১৬ জানুয়ারি) রাজধানীর নতুন বাজারে ঢাকা উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি। বলেন, খেলা হবে, খেলা হবে। খেলা হবে আন্দোলনের, খেলা হবে আন্দলনের বিরুদ্ধে, খেলা হবে লুটপাটের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। খেলা হবে আগামী জানুয়ারি মাসে, নির্বাচনের খেলা। প্রস্তুত হয়ে যান। মোকাবেলা করতে হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির এখন মন খারাপ, দেশের মানুষ শেখ হাসিনার ওপর খুশি। তাদের মনে এখন বড় জ্বালা, পদ্মা সেতু তাদের পছন্দ হয় না। পদ্মা সেতু হয়ে গেলো, মেট্রোরেল হয়ে যাবে। আগে এয়ারপোর্টের দিকে তাকালে গরীব লাগতো, এখন সব জায়গায় ফ্লাইওভার। বিএনপির গণজোয়ারে এখন ভাটা নামছে। বিএনপির আন্দোলন ভুয়া। হায়রে আন্দোলন, এই বছর না ওই বছর, মানুষ বাঁচে কয় বছর। আন্দোলন অসুস্থ হয়ে হাসপাতালে। নেতারা অসুস্থ হতেই পারেন, আমিও অসুস্থ ছিলাম। কিন্তু অসুস্থ রাজনীতি করি না। তাদের নেতা নেই, নেতৃত্ব নেই।