৮ স্বামী বদলে জানতে পারলেন তিনি এইডস আক্রান্ত

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাপ্পি বিশ্বাস ভারত প্রতিনিধি// বিয়ে করে সংসার করতেন বড়জোর ১০ থেকে ১৫ দিন। স্বামী বদলই যেন তার পেশা ছিলো। সুযোগ বুঝে স্বামীর টাকা-পয়সা নিয়ে সোজা উধাও হতেন।

বিরতি দিয়ে আবার অন্য পুরুষকে বিয়ে করে নতুন সংসার করতেন। এভাবেই গত চার বছরে আটজন স্বামীর ঘর করেছেন ভারতের এক নারী। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

খবরে বলা হয়, প্রতারণার দায়ে স্থানীয় পুলিশের হাতে সম্প্রতি গ্রেফতার হয়েছেন তিনি। এরপর শারীরিক পরীক্ষায় ধরা পড়েছে, ওই নারী এইচআইভি এইডসে আক্রান্ত।

Refusing shankha-sindoor shows disregard for marriage: Guwahati High Court – Sentinelassam জানা যায়, ভারতের পাঞ্জাবে ওই নারী বাড়ি। দুই সন্তানের মা তিনি।

গত ৪ বছর ধরে বিয়ে করে প্রতারণার ব্যবসা করছিলেন। এ কাজে তার আরও ৩ সহযোগী ছিলেন। পুলিশ সেই সহযোগীদেরও গ্রেফতার করেছে। গ্রেফতারের পর পুলিশের কাছে অপরাধের কথা স্বীকার করেছেন ওই নারী।

পুলিশ জানিয়েছে, ঠিক কতদিন ধরে তিনি এ রোগ বয়ে বেড়াচ্ছেন, তা এখনো নিশ্চিত নয়। যার কারণে পুলিশ ওই নারীর সাবেক স্বামীদের সঙ্গে যোগাযোগ করেছে। সুস্থতা নিশ্চিত করতে তাদের মেডিক্যাল পরীক্ষা করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

ভারতে বিয়ের আড়ালে এমন প্রতারণার ঘটনা অবশ্য নতুন নয়। তবে প্রতারক কনের মাধ্যমে আর্থিক ক্ষতির পাশাপাশি প্রতারিতদের এইডসে আক্রান্ত হওয়ার আশঙ্কার খবর শোনা গেলো এবারই প্রথম।বিয়ের মাত্র ১৫ দিনের মধ্যে কীভাবে বেরিয়ে আসতেন তা পুলিশকে জানিয়েছেন ওই নারী।

তিনি জানান, অধিকাংশ ক্ষেত্রে পণের মামলার হুমকিতেই কাজ হয়ে যেতো। তবে তাতে সুবিধা না হলে শ্বশুরবাড়ির লোকদের অচেতন করে অর্থ-স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যেতেন।

পুলিশ জানিয়েছে, ৪ বছর আগে ওই নারীর স্বামী তাকে ছেড়ে চলে যান। এরপর থেকেই বিয়ে করে প্রতারণার ব্যবসা শুরু করেন তিনি