Search
Close this search box.

জীবনে বিয়ে করবেন না ভেবেছিলেন হাছান মাহমুদ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি:- আজ ৪ঠা মে ডিবিসি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে তার রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরেন।

জনাব হাছান মাহমুদ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং বর্তমানে বাংলাদেশের তথ‍্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি রাজনীতি শুরু করেছিলাম বিপ্লবী হব বলে। সূর্যসেনের বিপ্লবী আন্দোলনের বই পড়ে ১৫ বছর বয়সে আমার মাঝে বিপ্লবী চেতনা জেগেছিলো। তখন আমি ভেবেছিলাম বিপ্লবী হয়ে দেশের তরে জীবন দেব।

তখন মনে করতাম জীবনে বিয়েও করব না, কারণ বেশির ভাগ বিপ্লবীরা বিয়ে করে না কারণ, বিয়ে করলে সংসারের জন্য অনুরাগ জন্মায়, বিপ্লবী হওয়া কঠিন হয়ে দাঁড়ায়।

তবে এখন বিয়ে হয়েছে, আমার স্ত্রী আমার রাজনৈতিক কাজে সহায়তা করেন।এছাড়াও তিনি তার রাজনৈতিক জীবনের নানা কথা জানিয়েছেন।