Search
Close this search box.

বিআরটি প্রকল্পের গার্ডার ভেঙে পড়ল প্রাইভেটকারে, শিশুসহ নিহত-৩

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি// রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বিআরটি ফ্লাইওভারের গার্ডার পড়ে প্রাইভেটকারে থাকা শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

পুলিশ রিপোর্টসূত্রে জানা গেছে, ৪টা ২০ মিনিটের সময় ক্রেন দিয়ে বক্সগার্ডার উঠানোর সময় ক্রেন বাকা হয়ে পড়ে যায়। এসময় ক্রেনে থাকা গার্ডারটি প্রাইভেটকারের উপরে পড়ে।

উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-৩ ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্যারাডাইস টাওয়ার এর সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, প্রাইভেট কারটি গাজীপুরের উদ্দেশ্যে যাচ্ছিলো। গাড়িতে থাকা হৃদয়(২৬) ও রিয়া মনি(২১) নামের ২জনকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

তারা জানিয়েছে, প্রাইভেট কারের ভিতরে আরো চারজন চাপা পড়ে আছে। তারা হলেন, রুবেল (৫০), ঝর্না (২৮), জান্নাত(৬), ও জাকারিয়া(২)। গাড়ির ভিতরে চাপা পড়াদের উদ্ধার কার্যক্রম চালাচ্ছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা পুলিশের।

এদিকে দুর্ঘটনার পর উত্তরা এলাকায় যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। যানজট নিরসন ও দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি সরিয়ে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।