Search
Close this search box.

পাবনায় হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

পাবনা জেলা প্রতিনিধি:- সাঁথিয়া উপজেলায় আইয়ুব নবী ওরফ নাউদ নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৪ অক্টোবর) পাবনার অতিরিক্ত দায়রা জজ (২য় আদালত) আদালতের বিচারক ইসরাত জাহান মুন্নী এ রায় ঘোষণা করেন।সাজাপ্রাপ্তরা আসামি হলেন সাঁথিয়ার ভিটাপাড়া গ্রামের সকিম উদ্দিনের ছেলে আনার, মৃত ওহাবের ছেলে শাহাদাত, মৃত জুলমতের ছেলে গকুল, মৃত কেরামত আলীর ছেলে বাছেদ, আব্দুল রহিমের ছেলে ফুলচাদ, আব্দুল রহিমের স্ত্রী মোছা. আলেয়া খাতুন, মৃত হযরত আলীর ছেলে মিন্টু আজম, শহীদ আলীর ছেলে খোকন মিয়া ও আব্দুল মালেকের ছেলে শামীম হোসেন।রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত আইয়ুব নবী ওরফে নাউদের সঙ্গে আসামিদের নৌকাবাইচ প্রতিযোগিতাকে কেন্দ্র করে শত্রুতা ছিল। এর জেরে ২০১১ সালের ২৬ জুলাই রাতে আসামিরা আইয়ুব নবীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান, পরদিন ২৭ জুলাই আইয়ুব নবীর খণ্ডিত মৃতদেহ উদ্ধার করা হয়।এ ঘটনায় নিহতের স্ত্রী সুলতানা বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।মামলার তদন্তের শেষে একই বছরের ২৪ নভেম্বর ১০ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। মামলা চলাকালীন সময়ে এক আসামির মৃত্যু হয়। দীর্ঘ সাক্ষ্য ও শুনানি শেষে রায় ঘোষণা করা হলো।আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ইউসুফ আলী সরদার এবং আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এম এ মতিন।