Search
Close this search box.

আদালত চত্বর থেকে হাতকড়া ভেঙে পালালো আসামি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:– চুয়াডাঙ্গার আদালত চত্বর থেকে ডাকাতি মামলার আসামি আজিজুল শেখ (২৮) পালিয়ে গেছে। রোববার সকাল ১০টার দিকে আসামিকে কারাগার থেকে আদালত চত্বরে এনে গাড়ি থেকে নামানোর পরপরই সে কৌশলে হাতকড়া ভেঙে পালিয়ে যায়। 

ঘটনার পর থেকেই তাকে আটক করার জন্য পুলিশ অভিযান শুরু করেছে। আসামি আজিজুল শেখ (২৮) গোপালগঞ্জ জেলার মোকসুদপুর থানার জলিরপাড় গ্রামের আশ্রয়কেন্দ্রের বাসিন্দা।

পালিয়ে যাওয়া আসামির আইনজীবী সাজ্জাদ হোসেন রকি জানান, দর্শনার একটি ডাকাতি মামলায় আজিজুল ২০২০ সালের ১৮ অক্টোবর থেকে আটক ছিল। ওই মামলার ধার্য তারিখ ছিল আজ রোববার।

তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে অন্য আসামিদের সাথে আদালত এলাকায় নিয়ে আসা হয়। আদালত চত্বরে গাড়ি থেকে নামার পরপরই সে কৌশলে হাতের হ্যান্ডকাপ থেকে নিজের হাত বের করে পালিয়ে যায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জেলা কারাগার থেকে প্রিজনভ্যানে আজিজুলসহ কয়েকজনকে আদালতে নিয়ে আসা হয়। এ সময় প্রিজনভ্যান থেকে কোর্ট পুলিশের কাস্টডিতে নেওয়ার সময় কৌশলে হাতকড়া ভেঙে পালিয়ে যায় আজিজুল হক। অনেক খুঁজেও তাকে আর পাওয়া যায়নি।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, “আজ মামলার ধার্য তারিখে ওই আসামিকে জেলা কারাগার থেকে প্রিজনভ্যানে আদালতে আনা হয়। ভ্যানটি আদালত চত্বরে পৌছুলে সে কৌশলে পালিয়ে যায়। তাকে আটক করার জন্য পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।

২০১৬ সালের দামুড়হুদা মডেল থানায় (মামলা নম্বর ৪৮) একটি ডাকাতি মামলার আসামি আজিজুল শেখ।

এ ঘটনায় দায়িত্বরত পুলিশ সদস্যদের অবহেলা ছিল কিনা জানতে চাইলে জেলা পুলিশ সুপার বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। তারপর ব্যবস্থা নেওয়া হবে।”