Search
Close this search box.

ঘুষ নেওয়ার সময় দুদকের কাছে হাতেনাতে আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

রংপুর প্রতিনিধি:- শিক্ষকদের কাছ থেকে ‘ঘুষ নেওয়ার’ সময় রংপুরের সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী শহিদুল ইসলামকে টাকাসহ হাতেনাতে আটক করেছে রংপুর দুর্নীতি দমন কমিশন।

সোমবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে রংপুর সদর প্রাথমিক শিক্ষা অফিসে এই ঘটনা ঘটে। রংপুর সমন্মিত দুদক কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক জানায়, রংপুর নগরীর পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু শামীমসহ ৮ শিক্ষক অভিযোগ করেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী শহিদুল ইসলাম বেতন বৃদ্ধির জন্য ১ লাখ টাকা ঘুষ দাবি করেছেন। টাকা না দেওয়ায় তাদের মাসের পর মাস ঘোরাতে থাকেন। কিন্তু তাদের পক্ষে এতো টাকা দেওয়া সম্ভব নয় জানালেও শেষ পর্যন্ত জনপ্রতি ২ হাজার টাকা করে ৮ শিক্ষক ১৬ হাজার টাকা দিলে কাজ করে দেবে বলে প্রতিশ্রুতি দেন। বিষয়টি শিক্ষকরা রংপুর দুদুক কার্যালয়ে লিখিতভাবে জানান।

সে অনুযায়ী বেলা ১১টা থেকে দুদুকের একটি বিশেষ টিম সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নেন। সোমবার দুপুর ১২টার দিকে শিক্ষক আবু শামীমসহ ওই শিক্ষকরা ১৬ হাজার টাকা নিয়ে অফিস সহকারী শহিদুল ইসলামের কক্ষে যান।

তাকে টাকা দিলে টাকা গুনে নিয়ে ড্রয়ারে রাখার সময় দুদক সদস্যরা তাকে হাতেনাতে আটক করে। এ ব্যাপারে রংপুর দুদক কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফ বলেন ডেইলি বাংলাদেশ টুডে ডটকম কে ঘুষ নেওয়ার সময় অফিস সহকারী শহিদুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।