Search
Close this search box.

দৌলতপুরে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া):- কুষ্টিয়ার দৌলতপুরে ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় শোকাবহ ৩ নভেম্বর- জাতীয় চার নেতার জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড. আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্।

৩ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসে একটি বেদনাবিধুর দিন।বৃহস্পতিবার দৌলতপুর উপজেলা অডিটোরিয়াম হলে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড. আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্।

এসময় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো. টিপু নেওয়াজ, সেলি দেওয়ান,যুগ্ন সাধারণ সম্পাদক সর্দার তৌহিদুল ইসলাম,উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড. এজাজ আহমেদ মামুন,সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ছাদিকুজ্জামান খাঁন সুমন, সর্দার আতিয়ার রহমান আতিক, মহিলা বিষয়ক সম্পাদিকা ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মায়াবী রোমান্স মল্লিক, প্রচার সম্পাদক মির্জা আলম রিগান প্রমূখ।

এসময় অ্যাড. আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্ এমপি বলেন,১৯৭৫ সালের ৩ নভেম্বর বাঙালি জাতির ইতিহাসের এক ভয়াবহ কলঙ্কের দিন। স্বাধীনতা বিরোধীরা ৭৫ এর ১৫ আগস্ট বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যার পর জাতিকে চিরতরে নেতৃত্বশূন্য করতে ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে জেল খানার ভেতরে নির্মমভাবে হত্যা করে। যা জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যার পর জাতীয় চার নেতাকে হত্যা করে দেশে সাম্প্রদায়িকতার বীজ ঢুকিয়ে দেয়া হয়েছিল।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই চার সূর্য সন্তান দেশের স্বাধীনতার ইতিহাস রচনায় যে অপরিসীম ভূমিকা রেখেছেন সেই ঋণ শোধ হবার নয়। আর এই ধরণের বর্বরোচিত হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে বিরল। তাই সব গণতান্ত্রিক, দেশপ্রেমিক ও অসাম্প্রদায়িক শক্তিকে এক হয়ে উগ্র সাম্প্রদায়িক অপশক্তির মূলোৎপাটন করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহবান জানান তিনি।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।