Search
Close this search box.

একনেক সভায় ৭টি প্রকল্প অনুমোদন; খরচ হবে ৩ হাজার ৯৮১ কোটি টাকা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক মিয়া স্টাফ রিপোর্টার:- আপাতত বড় প্রকল্প হাতে না নেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক সভায় তিনি বলেন, ছোট প্রকল্পগুলো চলবে।

সভায় মোট ৭টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এতে খরচ হবে তিন হাজার ৯৮১ কোটি টাকা।মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে, রাজধানীর এনইসি মিলনায়তনে একনেক সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশের কয়েকটি দ্বীপে নৌ যোগাযোগ বাড়াতে চায় সরকার। এর সুবাদে কার্গো পরিবহন ও পণ্য ওঠানামায় গতি আসবে। তৈরি হবে পর্যটনের নতুন দুয়ার। এ জন্য ২ হাজার কোটি টাকার নতুন প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, চট্টগ্রামের মিরসরাই, সন্দ্বীপ ও কক্সবাজারের সোনাদিয়া ও টেকনাফে জেটিসহ অন্যান্য অবকাঠামো তৈরি করা হবে। তখন বাল্ক কার্গো থেকে পণ্য লোড-আনলোড সহজ হবে। এসব এলাকায় চলাচল বাড়বে মানুষের। এ জন্য ২৫ একর ভূমি অধিগ্রহণ করা হবে।

নির্মাণ হবে নতুন বন্দর ভবন। দিনাজপুরে উচ্চমূল্যের ফসলের আবাদ বৃদ্ধির বিষয়ে একমত পোষণ করে একনেক। ১৫শ’ কৃষি উদ্যোক্তা তৈরির সিদ্ধান্ত হয়েছে এই সভায়; যেখানে খরচ হবে ৬৫ কোটি টাকা।