Search
Close this search box.

২১ আগস্ট থেকে খুলছে বান্দরবান পার্বত্য এলাকায় পর্যটন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

লিমা খাতুন (বৃষ্টি) স্টাফ রিপোর্টার:- কেন্দ্র গুলিদীর্ঘ পাঁচ মাস পর পর্যটনের অপার সম্ভাবনা বান্দরবানের সব ট্যুরিস্ট স্পট এবং আবাসিক হোটেল মোটেল রিসোর্ট খুলে দেয়া হয়েছে । শুক্রবার ২১ আগস্ট ২০২০ ইং তারিখ ।


আজ (২১ আগস্ট) বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সভায় সর্বসম্মতিক্রমে জেলা প্রশাসক মোঃ সাউদুল ইসলাম এ নির্দেশনা প্রদান করেন।এসময় বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবি অতিরিক্ত পুলিশ রেজা সারোয়ার, আবাসিক হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি, অমল কান্তি দাস সহ অন্যরা উপস্থিত ছিলেন।

বান্দরবান পর্যটন এরিয়া

পর্যটকরা জানান, করোনাভাইরাস ৫ মাস চলছে,  বান্দরবান জেলায় শতাধিক ছোট-বড় হোটেল-মোটেল দর্শনীয় স্থান রয়েছে, এর মধ্যে মেঘলা, নীলাচল, নীলগিরি, পর্যটন কেন্দ্র রয়েছে। তাঁতের কাপড়ের ব্যবসা গুলো খুলে দেয়া হবে বলে জানিয়েছেন। পর্যটক না থাকায় ব্যর্থ টুরিস্ট গাড়ি  বন্ধ ছিল দীর্ঘদিন। সম্পত্তি পরিবহন খুলে দেয়ার সিদ্ধান্ত নিলে দোকানগুলো বর্তমান পরিস্থিতিতে স্বাভাবিক ভাবে চলছে ।

নীলগিরি পর্যটন এলাকা ও ম্যাপ

কিন্তু পর্যটকশূন্যঅপার সম্ভাবনাময় বান্দরবান দর্শনীয় স্থানগুলি । এগুলি হল মেঘলা,নীলাচল ,চিম্বুক ,নীলগীরি ,প্রান্তিক লেক ,স্বর্ণমন্দির ,নীল দিগন্ত, ন্যাশনাল পার্ক ,পাহাড়ের চূড়ায় অবস্থিত রহস্যময় প্রাকৃতিক বগালেক, দেশের পর্বত শৃঙ্গ ক্যাংত্রুডং, বিজয় পাহাড়ের চূড়ায় আলীকদম ,বিজয় পাহাড়  রুমকি, নাফাখুম ঝর্না ,দেবতা পাহাড়, আলীকদম , শিল্প পাহাড়চূড়া, রামজাদি বুদ্ধমন্দির, এছাড়া উপবন পর্যটন স্পট, কুমিরের খামার, ইত্যাদি এখানে জলপ্রপাতের দৃষ্টিনন্দন দর্শনীয় স্থানগুলো খুলে দেয়ার ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন।