জব্দ করা হয়েছে ১০০ মণ ভেজাল  মধু

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সাতক্ষীরা জেলা প্রতিনিধি :- সাতক্ষীরার কলারোয়ায় একশ’ মণ ভেজাল মধুসহ ভেজাল কারবারি কামাল হোসেন ওরফে আবুল কাশেমকে আটক করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বেলা ১টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের সিংগা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক কামাল হোসেন ওরফে আবুল কাশেম (৪০) শ্যামনগর উপজেলার সুন্দরবন উপকূলীয় মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা গ্রামের রুহুল আমিনের ছেলে।

সাতক্ষীরা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোকলেছুর রহমান জানান, সুন্দরবন উপকূলের ভেজাল মধু প্রস্তুতকারী কামাল হোসেন পরিচয় গোপন করে ছদ্মনাম আবুল কাশেম পরিচয়ে কলারোয়ার সিংগা গ্রামে আব্দুল হামিদের বাড়ি ভাড়া নেন। সেই বাড়িতে চিনি, ফিটকিরি, রংসহ নানা অপদ্রব্য দিয়ে চার বছর ধরে কৃত্রিমভাবে মধু প্রস্তুত করে সুন্দরবনের মধু ঘোষণা দিয়ে বাজারজাত করে আসছিলেন।

তিনি বলেন, অভিযানকালে বাড়ি থেকে একশ’ মণ ভেজাল মধুসহ মধু প্রস্তুত করার চার বস্তা চিনি ও নানা সরঞ্জাম জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে ভেজাল মধু ব্যবসায়ী কামাল হোসেন ওরফে আবুল কাশেমকে। তাকে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়েছে।