Search
Close this search box.

হাতকড়াসহ পালালেন বড় ভাই, ফেরত দিতে এসে আটক ছোট ভাই

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

রংপুর প্রতিনিধি:- রংপুরের মিঠাপুকুরে হাতকড়াসহ পুলিশের হাত থেকে সুভাষ চন্দ্র দাস নামে এক মাদক ব্যবসায়ী পালিয়ে গেছেন। পরে সেই হাতকড়াটি ফেরত দিতে এসে আটক হয়েছেন ওই মাদক ব্যবসায়ীর ছোট ভাই সুশীল চন্দ্র দাস (৪০)। 

বুধবার বিকালে উপজেলার ফরিদপুর এলাকা থেকে সুভাষ পালিয়ে যান। সুভাষ ও সুশীল ভগবতিপুর দাসপাড়া গ্রামের দেবেন্দ্রনাথ চন্দ্র দাসের ছেলে।

তবে এখন পর্যন্ত পালিয়ে যাওয়া ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
 
বৈরাতি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক নজির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে তুলসীডাঙ্গা বিল এলাকায় অভিযান পরিচালনা করেন বৈরাতি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ইউনুস আলী, সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) রবিউল ইসলামসহ একদল পুলিশ সদস্য। এ সময় তারা ২৫০ গ্রাম গাঁজাসহ সুভাষকে (৪৫) গ্রেফতার করেন। 

‘তার দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে সুভাষকে নিয়ে ইমাদপুর ইউনিয়নের ফরিদপুর এলাকার দুলু মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় সুযোগ বুঝে সুভাষ হাতকড়াসহ পালিয়ে যায়।  বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পরে হাতকড়া ফেরত দেওয়ার জন্য আসেন সুভাষের ছোট ভাই সুশীল। তাকে আটক করে পুলিশ। এ ঘটনায় মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।’

সুভাষকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান বৈরাতি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক নজির হোসেন।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, হাতকড়া উদ্ধার করা হয়েছে। মাদক ব্যবসায়ী সুভাষকে গ্রেফতারে চেষ্টা চলছে।