Search
Close this search box.

ঝিনাইদহ মহেশপুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কামরুজ্জামান (সজীব) ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
মহেশপুর থানার ভৈরবা পুলিশ ক্যাম্পের চৌকশ পুলিশ টিম বিশেষ অভিযান পরিচালনাকালে, সাতপোতা সাকিনস্থ সাতপোতা টু ভোলাডাঙ্গাগামী রাস্তার মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।

মহেশপুর থানা রুলী সাকিনস্থ ভৈরবা রোডস্থ জনৈক বিশ্বনাথ দাসের বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর হইতে একটি প্লাস্টিকের বাজার করা ব্যাগের মধ্যে ঘিয়ে রঙের কসটেপ দ্বারা মোড়ানো ৯৫ গ্রাম গাঁজাসহ, আসামী ১। দিলু শেখ(৩৫), পিতা-রহমান শেখ, সাং-গাড়াখোলা, থানা-মধুখালী, জেলা-ফরিদপুর, ২। আমিরুল ইসলাম মোল্লা(৩২), পিতা-মৃত সোনা মোল্লা, সাং-আমুরিয়া, থানা-মাগুরা, জেলা-মাগুরাদ্বয়কে ইং ২৮/০৮/২০২০ শুক্রবার তারিখ বেলা ১১.২০ ঘটিকার সময় ধৃত করেন।

মহেশপুরে ফেনডিল আসামি ছবি

মহেশপুর থানাধীন ভৈরবা পুলিশ ক্যাম্পের চৌকশ পুলিশ টিম বিশেষ অভিযান পরিচালনাকালে মহেশপুর থানাধীন সাতপোতা সাকিনস্থ সাতপোতা টু ভোলাডাঙ্গাগামী রাস্তার জনৈক হালিম, পিতা-মৃত আঃ হামিদ তরফদার এর বাড়ীর পশ্চিম পাশে পাঁকা রাস্তার উপর হইতে একটি প্লাস্টিকের বাজার করা সাদা ব্যাগের মধ্যে ৪৯(ঊনপঞ্চাশ) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিলসহ আসামী ১। মোঃ আঃ রাজ্জাক(৫৮), পিতা-মৃত ইউসুফ আলী মন্ডল, সাং-সাতপোতা, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহকে ইং২৮/৮/২০২০ তারিখ রাত ১২.০৫ ঘটিকার সময় ধৃত করেন।