Search
Close this search box.

ছেলেকে ঘুমের বড়ি খাইয়ে অপহরণ বাবা গ্রেফতার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

গাজীপুর জেলা প্রতিনিধি:- গাজীপুরের শ্রীপুরে নেশা ও জুয়ার টাকা জোগাড় না করতে পেরে নিজ সন্তানকে অপহরণের পর মুক্তিপণ দাবি করেন বাবা মোঃ কামরুজ্জামান।

অপহরণে দুইদিন পর অপহৃত ছেলে আফনান আল জামানকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী বাবা মো. কামরুজ্জামান (২৮) ও তার সহযোগী আনোয়ার হোসেন সম্রাট (৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (৮ মার্চ) দুপুরে শ্রীপুর থানায় প্রেসব্রিফিং এ তথ্য জানান শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামানান।

পুলিশ জানান, গাজীপেুরের শ্রীপুর থানাধীন এমসি বাজারে মাওনা সিএনজি পাম্পের পিছন থেকে গত রোববার বিকেলে ৭ বছর বয়সী ছেলে আফনান আল জামানকে অপহরণের পর মোবাইল ফোনে মুক্তিপন দাবি করে একটি চক্র।এ ঘটনায় শিশুর মা সামিরা জাহান পপি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন । এ সময় ছেলেটি ঘুমের বড়ি খাওয়ায় অচেতন হয়ে গেলে তাকে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।মামলার প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে শিশুর মাদকসেবী বাবা কামরুজ্জামান(২৮) ও ঘটনার সঙ্গে জড়িত আনোয়ার হোসেন সম্রাট (৩৮)কে গ্রেপ্তার করে শ্রীপুর থানা পুলিশ ।গ্রেপ্তারের পর শিশুটির বাবা কামরুজ্জামান স্বীকারোক্তিতে জানায়, তার বন্ধু রিপন এর সহায়তায় আফনানকে জুসের সঙ্গে ঘুমের ঔষধ খাওয়াইয়া রিপনের মার কাছে ময়নসিংহের ত্রিশালে রেখে আসে।

জুয়া খেলতে গিয়ে এক লাখ ৯৬ হাজার টাকা ঋনগ্রস্ত থাকায় কামরুজ্জামান তার প্রবাসী বাবার কাছে নাতির মুক্তিপন টাকা আদায়ের জন্য এই অপহরণ করে। পরে পুলিশ কামরুজ্জামানকে সঙ্গে নিয়ে ময়মনসিংহের ত্রিশাল থানাধীন মহুরিপাড়া গ্রাম থেকে অপহৃত আফনানকে উদ্ধার করে ।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামানান জানান, তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের সাহায্যে আসামির অবস্থান শনাক্ত করে আসামিদের কৌশলে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত বাবাকে আজ দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।