Search
Close this search box.

মাদক ছেড়ে স্বর্ণ পাচার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নওগাঁ জেলা প্রতিনিধি:- নওগাঁর ধামইরহাট উপজেলার চকিলাম সীমান্তে ভারতে পাচারকালে ৭শ’ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। স্বর্ণগুলো সৌদি আরবের তৈরি। ২৪ ক্যারেট। বাংলাদেশ হয়ে বৃহস্পতিবার রাতে ভারতে পাচার করছিল চোরাকারবারিরা। গোপন সংবাদের ভিত্তিতে কিবরিয়া নামে এক চোরাকারবারিকে আটক করে তল্লাশি চালিয়ে স্বর্ণগুলো জব্দ করে বিজিবি।

শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কর্মকর্তারা বিষয়টি তুলে ধরেন।

১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হামিদ উদ্দিন জানান, ধামইরহাটের চক শবদল গ্রামের মো. কিবরিয়া দীর্ঘদিন যাবত মাদক চোরাচালানের সাথে জড়িত ছিল। সম্প্রতি স্বর্ণ পাচার করার নতুন রুট তৈরি করছিল। কিবরিয়া শরীরে লুকিয়ে অভিনব কায়দায় স্বর্ণের বারগুলো ভারতে পাচার করছিল। উদ্ধার স্বর্ণের বাজার মূল্য প্রায় ৫৪ লাখ টাকা। মামলা দায়ের করার পর কিবরিয়াকে ধামইরহাট থানায় হস্তান্তর করা হবে। উদ্ধার স্বর্ণের বারগুলো নওগাঁ ট্রেজারি অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

অন্যদিকে সীমান্তে চোরাকারবারির সময় প্রায় ৮ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস ও শিশু খাদ্য উদ্ধার করেছে বিজিবি। চোরাকারবারি রোধে সীমান্ত পাহারা আরও জোরদার করার কথা জানান ১৪ বিজিবির অধিনায়ক হামিদ উদ্দিন।