Search
Close this search box.

পায়ুপথ থেকে পৌনে ২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

যশোর প্রতিনিধি:- যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশিকে আটক করেছে কাস্টমস সদস্যরা। এ সময় তাদের পায়ুপথ থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।

সোমবার (২৯ মে) সকালে বেনাপোল চেকপোস্ট থেকে তাদেরকে আটক করা হয়। পরে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন- গোপালগঞ্জের লোহাচুড়া গ্রামের আমজেদ মোল্লার ছেলে রনি আহম্মেদ (৪৪), একই গ্রামের শহিদ মোল্লার ছেলে মহিউদ্দিন (৩৬) এবং ফরিদপুরের বানেশ্বরদী গ্রামের মোশারফ মিয়ার ছেলে হাবিব (৩৭)।

বেনাপোল কাস্টমস গোয়েন্দা তদন্ত সার্কেলের উপপরিচালক শায়েখ আরেফিন জাহেদী জানান, ভারতে যাওয়ার জন্য তিন বাংলাদেশি যাত্রী বেনাপোল চেকপোস্টে প্রবেশ করে। তাদের চলাফেরা সন্দেহজনক হওয়ায় ডিউটিরত কাস্টমস গোয়েন্দা শাখার কর্মকর্তারা তাদেরকে তল্লাশি করেন। পরে তাদের স্বীকারোক্তিতে মেডিসিন সেবন করিয়ে আটক তিনজনের পায়ুপথ থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটককৃতদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্বর্ণ পাচার মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।