Search
Close this search box.

কিশোরগঞ্জের কৃষক বদিউর হত্যা মামলার রায় ঘোষণা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:- কিশোরগঞ্জের করিমগঞ্জে চাঞ্চল্যকর কৃষক বদিউর রহমান হত্যা মামলায় রায় আজ (৬ সেপ্টেম্বর) আব্দুল ছাত্তার নামে এক আসামিকে মৃত্যুদণ্ড এবং পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত সাজাপ্রাপ্তরা প্রত্যেকেই এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে মৃতুদণ্ডপ্রাপ্ত আব্দুস ছাত্তার পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানা গেছে ২০১৩ সালের ২৪ শে জুলাই দুপুর ১২ দিকে পূর্ব শত্রুতার জের ধরে, কিশোরগঞ্জ করিমগঞ্জ উপজেলার বারঘড়িয়া ইউনিয়নের দক্ষিণ ধীতপুর গ্রামের কৃষক বদিউর রহমান কে প্রকাশ্যে পিটিয়ে ও বল্লো বিদ্ধ করে হত্যা করে আসামিরা । এ ঘটনায় ২৬ শে জুলাই নিহতের ছেলে মোহাম্মদ গোপাল মিয়া বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে।

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ১ বিচারক মোঃ আব্দুল রহিম রুব্বান ৬ সেপ্টেম্বর সকালে আদালতে রায় দেয় মামলার ১৫ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন । রাষ্ট্রপক্ষের আপিল করার রায় ও আসামিপক্ষের এডভোকেট অশোক সরকার মামলাটি পরিচালনা করেন। মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ।