Search
Close this search box.

দৌলতপুরে শ্রদ্ধা ও ভালবাসায় জাতীয় শোক দিবস পালিত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের নেতৃত্বে নির্বাহী অফিসার ওবায়দুল্লাহ্, সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, সমাজসেবা কর্মকর্তা তৌফিকুর রহমান উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন। এরপর বেলা সাড়ে ৯ টায় দলীয় ব্যানারে পুস্পমাল্য অর্পণ ও বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে উপজেলা চত্বর থেকে শোক র‌্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংসদ সদস্য আ.কা.ম সরওয়ার জাহান বাদশাহ্।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ রেজাউল হক চৌধুরী, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কাউছার আলী বিশ্বাস, হায়দার আলী প্রমুখ। সেসময় যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ সর্বস্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা বাজার, তারাগুনিয়াসহ উপজেলার ১৪ টি ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়া সকাল ১১টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিতসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি উপলক্ষে দোয়া মাহফিল ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।