Search
Close this search box.

দৌলতপুরে হিসাব রক্ষক কর্মকর্তার গাফিলতির কারনে ঠিকমত পেনশন পাচ্ছেনা প্রতিবন্ধি সেলিম রেজা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা একাউন্ট অফিস বা হিসাব রক্ষক অফিস কর্মকর্তার গাফিলতির কারনে গত জুলাই মাস হতে সমাজ সেবা অফিসে কর্মরত সাবেক কর্মচারী মৃত আব্দুস সাত্তারের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পেনশন ভাতা কম পাচ্ছেন বলে অভিযোগ তুলেছেন তার একমাত্র ছেলে অক্ষম প্রতিবন্ধি সেলিম রেজা।

একাউন্ট অফিসের সামনে দাড়িয়ে প্রতিবন্ধি সেলিম রেজা অভিযোগ করে বলেন, আমার বাবা আব্দুস সাত্তার সমাজ সেবা অফিসের একজন কর্মচারী ছিলেন তিনি দৌলতপুর সমাজসেবা অফিসে চাকুরীরত অবস্থায় ২০১০ সালে মৃত্যু করেন। আমার বাবা মৃত্যু বরন করার পর থেকে আমার মাতা নিলুফা ইয়াসমিন সরকারি পেনশন ভাতা পেতেন কিন্তু তিনিও গত ৫ডিসেম্বর ২০২০ সালে মৃত্যু বরন করেন। পরবর্তীতে আমি তাদের একমাত্র প্রতিবন্ধি ছেলে হিসেবে প্রতিবন্ধি পেনশন রুল অনুযায়ী পেনশন ভাতা প্রাপ্ত হই। সেসময় সেলিম রেজা আরো বলেন, আমার মাতা মৃত্যু বরন করার পর হতে এ যাবৎকাল পর্যন্ত অক্ষম প্রতিবন্ধি একমাত্র সন্তান হিসেবে প্রতিমাসে ৭ হাজার ৭১৫ টাকা করে পেনশন ভাতা পেতাম।

কিন্তু চলতি বছরের জুলাই মাস থেকে আমার পেনশন ভাতা কমে ৫হাজার ৩০৮ টাকা করে আসে। আমার পেনশন কমে যাওয়ার কারন জানার জন্য বার বার একাউন্ট অফিসে গেলেও অফিস কর্তৃপক্ষ কোন রকম সমাধান দিচ্ছে না বলে তিনি জানান। সেলিম রেজা আরোও জানান, সরকার ইতিমধ্যে সকল পেনশন ভাতা ভোগীদের পেনশন বাড়ানোর পরেও আমি কেন পেনশন ভাতা কম পাচ্ছি? গত তিন মাস ধরে একাউন্ট অফিসে এই সমস্যার সমাধনের জন্য বার বার এসওে কোন সামধান পাইনি বরং সমাধানের জন্য এলেই আমাকে আবল তাবল বলে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

এব্যপারে উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা জাহিদুল আলম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, সার্ভারের সমস্যার কারনে এমনটা হতে পারে। সার্ভার সমস্যার কারনে পেনশন ভাতা আসতে নাপারে কিন্তু কম পাওয়ার কোন কারন থাকতে পারেন কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি সঠিক কোন উত্তর দিতে পারেননি। একপর্যায়ে তিনি সমস্যার সমাধন খোঁজার জন্য মন্ত্রনালয়ে খোঁজ নিতে বলেন প্রতিবন্ধি সেলিম রেজাকে।

এই উপজেলার হিসাব রক্ষক কর্মকর্তা আপনি সে হিসেব আপনার অফিসে কোন সমস্যা হলে সেই সমস্যার সমাধান আপনার দেওয়া দায়ীত্বর মধ্যে পড়ে কিনা? এমন প্রশ্ন করলে হিসাব রক্ষক জাহিদুল আলম মেজাজ হারিয়ে ফেলে ফোন কলটি কেটে দেন এই প্রতিবেদকের।