Search
Close this search box.

মার্কিন পর্যবেক্ষক দলকে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ঢাকায় সফররত মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, আমাদের মিডিয়া পিপল একদম ফ্রি। আমরা কারও কণ্ঠরোধ করি না। কাজেই ভোট কারচুপি করে কেউ পার পাবে না বলে পর্যবেক্ষক দলকে জানিয়েছি।

আসাদুজ্জামান খান বলেন, তারা (পর্যবেক্ষক দল) চায় বাংলাদেশে একটু শান্তিপূর্ণ নির্বাচন। আমরাও সেটা চাই। নির্বাচন কমিশন একটা সুন্দর নির্বাচন উপহার দেবে। বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হবে।

তিনি বলেন, নির্বাচনে সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী, নিরাপত্তা বাহিনী সক্ষম। দেশে পুলিশ প্রশাসন সক্রিয়, ৯৯৯ নম্বর সক্রিয়।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সরকার বদল করতে হলে নির্বাচনে আসতে হবে। নির্বাচন ছাড়া ক্ষমতা হস্তান্তরের সুযোগ নেই। অশা করি, বিএনপি নির্বাচনে আসবে।

এর আগে, দুপুর দেড়টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে মার্কিন প্রাক-নির্বাচনবিষয়ক পর্যবেক্ষক প্রতিনিধিদলের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের সরকারি অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) প্রতিনিধি বনি গ্লিক, জামিল জাফের, জোহানা কাউ ও কার্ল রিক এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) মারিয়া চিন বিনতি আব্দুল্লাহ, মনপ্রিত সিং আনন্দ ও ক্রিগ হলস্টেড।

এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেবা ও জন নিরাপত্তা বিভাগের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল ঢাকায় আসেন। দলটি ইতোমধ্যে আওয়ামী লীগ ও বিএনপিসসহ কয়েকটি রাজনৈতিকদলের সঙ্গে বৈঠক করেছে।