Search
Close this search box.

দেশি পিয়াজ ১০০! টাকা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক কুমার স্টাফ রিপোর্টার:-: বাজারে পেঁয়াজের সংকট নেই, দেশে উৎপাদনও হয়েছে বিপুল। কিন্তু হঠাৎ করে ভারত রপ্তানি করে দেয়ায় একদিনেই অস্থির হয়ে উঠেছে সারা দেশে পেঁয়াজের বাজার। তবে বাজারে অস্থিরতা নিয়ন্ত্রণে প্রশাসনও কঠোর অবস্থানে রয়েছে।


কারওয়ান বাজারে আজ দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা কেজিতে। ভারতীয় পেঁয়াজ ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে। অথচ গেল রোববারও বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০ থেকে ৬০ টাকায় আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৪০ থেকে ৫০ টাকায়।

খুচরা বাজারে দাম আরও বাড়তি। বিক্রেতারা বলছেন, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় পেঁয়াজের বাজারে দাম নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে। অন্যদিকে ক্রেতারা পড়েছেন বিপাকে।

সামনে আরও দাম বাড়তে পারে সেই আশঙ্কায় অনেকেই বেশি করে পেঁয়াজ কিনছেন। তবে গেল বছরের মতো যেন পেঁয়াজের বাজার অস্থির না হয় সেজন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন ক্রেতারা।