Search
Close this search box.

কোম্পানির অনিয়মের দায় নেবে না ডিএসই

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পুঁজিবাজারের প্রাথমিক নিয়ন্ত্রক হলেও কার্যত কোনো ক্ষমতা নেই প্রতিষ্ঠানটির হাতে। কোনো কোম্পানির অনিয়মের তদন্ত করতেও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতি লাগে। আইপিওর অনুমোদনও দেয় বিএসইসি। তাই এসব কোম্পানির অনিয়মের দায় নেবে না ডিএসই।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের ‘সিএমজেএফ টকে’ এসব কথা বলেন ডিএসই এর ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান।

তিনি আরও বলেন, ফ্লোর প্রাইস দিয়ে বাজার আটকে রাখা কোনো সমাধান নয়। এটি সরাসরি হস্তক্ষেপ। যা পুঁজিবাজারের মূলনীতির পরিপন্থী। বিনিয়োগকারীর লাভ-ক্ষতি দেখার দায়িত্ব নিয়ন্ত্রক সংস্থার নয়। তবে কেউ পুঁজিবাজারে বিনিয়োগ করে যাতে ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চত করতে হবে।

তথ্য বিভ্রান্তি ও লেনদেনে অস্বচ্ছতা থাকলে বিনিয়োগকারীদের আস্থা নষ্ট হয়ে যাবে বলেও মন্তব্য করেন ড. এটিএম তারিকুজ্জামান।