Search
Close this search box.

দ্বিতীয় দিনে আ. লীগের মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ১ হাজার ২১২টি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিন ছিল রোববার। এদিন ১ হাজার ২১২টি ফরম বিক্রি হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এর মধ্যে সশরীরে ১ হাজার ১৮০টি এবং অনলাইনে ৩২টি মনোনয়ন বিক্রি হয়।

দ্বিতীয় দিনে ঢাকা বিভাগে ২৭০টি, চট্টগ্রাম বিভাগে ২৩১টি, সিলেট বিভাগে ৬৩টি, ময়মনসিংহ বিভাগে ১১২টি, বরিশাল বিভাগে ৯০টি, খুলনা বিভাগে ১৬৫টি, রংপুর বিভাগে ১০৯ টি, রাজশাহী বিভাগে ১৪০টি ফরম বিক্রি হয়েছে। এদিন ৬ কোটি ৬ লাখ টাকার ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ।

এর আগে, শনিবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্ষমতাসীন এই দলের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হচ্ছে। আর নিচতলায় সব বিভাগের মনোনয়নপত্র জমা নেয়া হবে। এবার অনলাইনেও আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে। মনোনয়ন ফরম কিনতে গুনতে হবে ৫০ হাজার টাকা।