Search
Close this search box.

কোরিয়ায় কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দক্ষিণ কোরিয়ায় নিষিদ্ধ হলো কুকুরের মাংস খাওয়া। মঙ্গলবার (৯ জানুয়ারি) দেশটির পার্লামেন্টে পাস হয় এ সংক্রান্ত বিল। খবর বিবিসির।

সোমবার (৮ জানুয়ারি) দ্বিপাক্ষিক কৃষি কমিটিতে পাস হয় বিলটি। তারপর সংসদে ২০৮-০ ভোটে পাস হয় বিল।

নতুন আইন পাশ হওয়ার পর দক্ষিণ কোরিয়ায় কুকুরের মাংস জবাই করা এবং বিক্রি করা অবৈধ হয়ে গেছে। এখন থেকে কুকুরের মাংস খাওয়া বিবেচিত হবে দণ্ডনীয় অপরাধ হিসেবে। নিষেধাজ্ঞা উপেক্ষা করলে পেতে হবে ৩ বছরের কারাদণ্ড অথবা গুনতে হবে ২২ হাজার ৮শ’ ডলার জরিমানা।

এর আগেও বেশ কয়েকবার কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট ইউন সুক ইওল। তবে কুকুরের মাংস উৎপাদনকারীদের তোপের মুখে ব্যর্থ হয়েছেন বারবার।