Search
Close this search box.

দেশের মোট ভোটার সংখ্যা জানালো নির্বাচন কমিশন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দেশে এখন মোট ভোটার ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭ জন ও নারী ৫ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৯২৪ জন।

রোববার (২১ জানুয়ারি) নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ভোটার বেড়েছে ২০ লাখ ৮৬ হাজার ১৬১ জন। সেখানে নারী ৭ লাখ ৬৫ হাজার ৬৯০ জন, পুরুষ ১৩ লাখ ২০ হাজার ৩৯৬ জন এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার ৭৫ জন।

সচিব জানান আগামী ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশে ভোটার ছিল ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন।