Search
Close this search box.

দৌলতপুরে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণের উদ্বোধন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দৌলতপুর (কুষ্টিয়া):- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের মালিপাড়ায় আধুনিক যন্ত্র রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার (০৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দৌলতপুরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ওবায়দুল্লাহ । উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নূরুল ইসলামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ,খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুলমত হোসেন, ৪নং ওয়ার্ড সদস্য মো. সেলিম বিন জামান।

এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার কৃষি উপ সহকারী,কৃষাণ কৃষাণিরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মো. ওবায়দুল্লাহ বলেন, দেশে দিন দিন কৃষি জমির পরিমাণ কমছে, মানুষের সংখ্যা বাড়ছে। সনতন নিয়মে চাষাবাদ করলে খাদ্যেও উৎপাদন বাড়ানো সম্ভব হবে না। খাদ্য উৎপাদন বাড়াতে হলে চাষাবাদে যান্ত্রিকীকরণ প্রয়োজন। আর সে কারণেই সরকার কৃষি সম্প্রসারণ অফিসের মাধ্যমে নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে।

উল্লেখ্য”রবি ২০০৩-২৪ মৌসুমে (২০২৩-২৪ অর্থ বছরে) কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয় চাষাবাদ বাস্তবায়নের লক্ষে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো (হাইব্রিড)ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।