Search
Close this search box.

কুষ্টিয়া দৌলতপুরে নির্বাচনি সহিংসতা, বোমায় আহত তুফানের মৃত্যু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দৌলতপুর প্রতিনিধি কুষ্টিয়া:- দৌলতপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় বোমা বিস্ফোরণে আহত তুফান ফকির (৪৮) এর মৃত্যু হয়েছে।

দীর্ঘ ৪০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে আজ ১৮ ফেব্রুয়ারি, রবিবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তুফান ফকির উপজেলার পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত ইয়ানবী ফকিরের ছেলে।তুফান ফকিরের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে প্রতিপক্ষের লোকজন রবিবার সকালে স্থানীয় যুবলীগ নেতা সাইফুলের বাড়িসহ অন্তত ৬টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও ব্যাপক লুটপাট করে। এতে আতঙ্কিত হয়ে প্রতিপক্ষ ট্রাক প্রতীকের সমর্থকরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

ফলে প্রতিপক্ষের বাড়িগুলি এখন পুরুষ শূন্য। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উল্লেখ্য, গত ৮ই জানুয়ারি জমি জায়গা সংক্রান্ত বিরোধ ও নির্বাচন কেন্দ্রিক রেষারেষি নিয়ে রহিম ফকির ও আনোয়ার গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। রহিম ফকির ও আনোয়ার একে অপরের মামাতো ফুফাতো ভাই। ২ গ্রুপের সংঘর্ষ চলাকালীন সময়ে বোমা বিস্ফোরিত হলে তুফান ফকির মারাত্মক আঘাত প্রাপ্ত হয়। এ ঘটনায় তুফান ফকিরের ছোট ভাই রহিম ফকির বাদী হয়ে দৌলতপুর থানায় একটি মামলা করেন। মামলার ঘটনায় ঐদিনই তিনজনকে আটক করে দৌলতপুর থানা পুলিশ।

একমাস ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে তার মৃত্যু হয়।তুফান ফকিরের মৃত্যুর বিষয়ে পিয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা বুলবুল বলেন, প্রতিপক্ষের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তুফান ফকিরের মৃত্যু হয়েছে। এঘটনায় যারা দোষী তাদের আইনের আওতায় আনার দাবি করেন তিনি।

একইসাথে‌ এলাকার নিরপরাধ লোকজনের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও ভাংচুরের ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারেরও দাবি জানান তিনি।

হামলায় মৃত্যুর ঘটনায় দৌলতপুর থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা রাকিবুল হাসান জানান, নির্বাচনের পরদিন সকালে সহিংসতায় আহত তুফান ফকির চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে বলে তিনি উল্লেখ করেন।