Search
Close this search box.

দর্শনা দিয়ে মেদিনীপুর ওরশের স্পেশাল ট্রেন দেশে ফিরেছে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

চুয়াডাঙ্গা :-ভারতের মেদিনীপুর ওরশে যাওয়া যাত্রীবাহী স্পেশাল ট্রেনটি দেশে ফিরে এসেছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে দর্শনা দিয়ে দেশে প্রবেশ করে স্পেশাল ট্রেনটি।

 প্রতিবছরের মত এবারও স্পেশাল ট্রেনটি ২৪টি বগিতে ২ হাজার ১শ’ ৫১ জন যাত্রী নিয়ে গেল বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে রওনা হয়। সেখানকার জোড়া মসজিদ নামক স্থানে ১২৩তম ওরশে যোগ দেয়ার জন্য দর্শনা রেলপথ দিয়ে ভারতে প্রবেশ করেছিল ট্রেনটি। ১৭ ফেব্রুয়ারি ওরশের বয়ানের পর ভোরে বিশেষ দোয়া শেষে ১৮ ফেব্রুয়ারি রাতে ফের রওনা হয় মুসল্লিরা। আজ (সোমবার) দুপুরে স্পেশাল ট্রেন দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে এসে পৌঁছে।

কাস্টমস ও ইমিগ্রেশন শেষে বেলা সাড়ে ৩ টার দিকে যাত্রীবাহী ট্রেনটি রাজবাড়ীর উদ্দেশ্যে দর্শনা ত্যাগ করে।

আন্তর্জাতিক রেলস্টেশন ম্যানেজার মির্জা কামরুল ইসলাম ও ইমিগ্রেশন ইনচার্জ (ওসি) আতিক হাসান জানান, ১৯০২ সাল থেকে দু’দেশের মধ্যে (ভারত-বাংলাদেশ) সমঝোতার ভিত্তিতে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে ভারতের মেদিনীপুর ওরশে যাতায়াত করে আসছেন।