Search
Close this search box.

রাষ্ট্রপতির বইয়ের ইংরেজি সংস্করণ প্রকাশিত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রচিত ‘এগিয়ে যাবে বাংলাদেশ ‘ গ্রন্থটির ইংরেজি সংস্করণ ‘Bangladesh will go a long way‘ প্রকাশিত হয়েছে। তার আশা, বইটি পাঠক সমাজে ভালো সাড়া ফেলবে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গভবনে বইটির প্রকাশনা সংস্থা আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ও প্রকাশক ওসমান গনি এবং বইটির সম্পাদনা সমন্বয়ক, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ও গবেষক ড. এম আবদুল আলীম রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে বইটি হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান এবং অনুবাদক অধ্যাপক দুলাল আল মনসুর।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার লেখা গ্রন্থের ইংরেজি সংস্করণ প্রকাশ করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, পাঠকপ্রিয়তা পেলে তার এ প্রচেষ্টা সার্থক হবে। ভবিষ্যতে লেখালেখির জন্য আরও আগ্রহ ও অনুপ্রেরণা পাবেন।

বইটিতে ১৯৯৯ সাল থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত দীর্ঘ দুই যুগে মো. সাহাবুদ্দিনের লেখা ২১টি কলাম ও স্মৃতিচারণমূলক লেখা, ৩টি সাক্ষাৎকার এবং তার জীবন সম্পর্কিত একটি দীর্ঘ প্রবন্ধ স্থান পেয়েছে।

আগামী প্রকাশনীর সম্পাদক মুক্তিযোদ্ধা মো. ওসমান গনি বলেন, রাষ্ট্রপতি এই বইতে তার স্মৃতিমূলক লেখা যেমন- বঙ্গবন্ধুর আশীর্বাদ, রাজনৈতিক কর্মকাণ্ড, বঙ্গবন্ধুর সাহচর্য, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের রাজনৈতিক কর্মকাণ্ড ও দেশকে এগিয়ে নিতে তার চিন্তাধারা লিপিবদ্ধ করেছেন।

প্রকাশক ড. এম আবদুল আলীম বলেন, বইটি বিভিন্ন সময় প্রকাশিত প্রবন্ধ ও লেখার হুবহু সংকলন। তিনি বলেন, রাষ্ট্রপতির ব্যক্তিজীবন, তার সমকালীন রাজনৈতিক ঘটনাবলী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে উন্নয়ন কর্মকাণ্ডের পরিচয় উঠে এসেছে।

বইটির শেষভাগে যুক্ত করা হয়েছে রাষ্ট্রপতির ছাত্র জীবন, ছাত্র-রাজনীতি, আন্দোলন-সংগ্রাম, কারাভোগ, মুক্তিযুদ্ধ, কর্মজীবন এবং রাজনৈতিক চিন্তাদর্শ।