Search
Close this search box.

রাতের মধ্যে ৮০ কি.মি. বেগে ঝড়ের সংকেত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন ডেস্ক:- অতি তীব্র তাপদাহের পর কমতে শুরু করেছে তাপমাত্রা। এর মাঝেই ঝড়ের খবর দিল আবহাওয়া অফিস।

সরকারি এ সংস্থাটি বলছে, দেশের উত্তর, মধ্য এবং উত্তরপূর্বাঞ্চলের ওপর দিয়ে রাত ১টার মধ্যে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেতও দেখাতে বলা হয়েছে।শনিবার (৪ মে) বিকেলে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

ঝড়ের ব্যাপারে বলা হয়েছে, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।এদিকে আবহাওয়া অধিদপ্তরের আরেক পূর্বাভাসে বলা হয়, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।