Search
Close this search box.

ডুবে গেছে বঙ্গোপসাগরে লবণবাহী ১০ ট্রলার, নিখোঁজ অনেকে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

বঙ্গোপসাগরে চট্টগ্রামের আনোয়ারা উপকূলে ঝড়ের কবলে পড়ে অন্তত ১০টি লবণবাহী ট্রলার ডুবে গেছে। কোস্টগার্ড ও নৌপুলিশ এখন পর্যন্ত ৩০ জনকে উদ্ধার করেছে। নিখোঁজ রয়েছে অনেক মাঝি-মাল্লা।

বুধবার (৮ মে) সকাল ৮টার দিকে এসব ট্রলার ঝড়ের কবলে পড়ে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারগুলো কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী ও চট্টগ্রামের বাঁশখালী থেকে লবণ বোঝাই করে চট্টগ্রামে আসছিল বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন নৌপু্লিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার এএফএম নিজাম উদ্দিন।

তিনি বলেন, সকালের ঝড়ে বেশকিছু লবণ বোঝাই ট্রলার ডুবে গেছে। ট্রলারগুলো অধিকাংশই কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী ও পেকুয়া এলাকা থেকে আসছিল। প্রাথমিকভাবে ধারণা করছি, ১০টির মতো ট্রলার ডুবে গেছে। আমরা উদ্ধার তৎপরতায় আছি। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা নেই।

কোস্টগার্ডের দাবি, মহেশখালী, কুতুবদিয়া থেকে লবণ বোঝাই করে চট্টগ্রামে যাওয়ার পথে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে কয়েকটি ট্রলার। ঝড়ের তাণ্ডবে কয়েকটি ট্রলার ডুবে যায়। খবর পেয়ে ৩০ জনকে উদ্ধার করে চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে নিয়ে আসা হয়। এখনও অনেকে নিখোঁজ রয়েছে।