Search
Close this search box.

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ৬৭ শিক্ষকের পদত্যাগ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন ডেস্ক:- খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহামুদ হোসেনসহ উপ উপাচার্য, ট্রেজারার ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রভোস্ট মিলে ৬৭ জন শিক্ষক বিভিন্ন পদ থেকে পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (২০ আগস্ট) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর খান গোলাম কুদ্দুস।

তিনি জানান, তিনি নিজেসহ খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহামুদ হোসেন, উপ উপাচার্য প্রফেসর মোসা. হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরীসহ সকল প্রভোস্ট ও সহকারী প্রভোস্টসহ ৬৭ জন বিভিন্ন পদ থেকে পদত্যাগ করেছেন।তিনি আরও জানান, সকলেই ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানান গোলাম কুদ্দুস।

মঙ্গলবার পদত্যাগ করে তাঁরা পদত্যাগপত্র বিশ্ববিদ্যালয়ের আচার্য ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সচিবের নিকট পাঠিয়েছেন।এদিন দুপুরে পদত্যাগের আগে উপাচার্য ড. মাহামুদ হোসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন।

এর আগে গত ১৮ আগস্ট রোববার উপাচার্যের পদত্যাগ না করার দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সে সময় শিক্ষার্থীদের কাছ থেকে সময় নেন তিনি।