Search
Close this search box.

মাদকের হাট ও জুয়ার আসর যশোর চৌগাছায় বলুর মেলায়!

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন ডেস্ক:- যশোরের চৌগাছায় পীর বলুহ দেওয়ানের মাজারকে ঘিরে মেলা অনুষ্ঠিত হয়।

Oplus_131072

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে এ বলুহর মেলা। কিন্তু এ বছরে মেলার অনুমতি দেননিযশোরের জেলা প্রশাসন। প্রশাসনের অনুমতি ছাড়াই অবৈধ ভাবে চালানো হচ্ছে এ মেলা।একটি কমিটি গঠনের মাধ্যমে মেলার আয়োজন করেছেন স্থানীয় প্রভাবশালী কিছু মানুষ।

অনুমতিহীন এ মেলায় অবৈধভাবে চলছে চাঁদা আদায়, বসছে মাদকের হাট ও জুয়ার আসর।এলাকাবাসী অনেকেই অভিযোগ করে বলেন, এরফলে ধ্বংস হচ্ছে এলাকার যুবসমাজ। বাড়ছে সামাজিক অবক্ষ। বাড়ছে চুরি ছিনতাই ও অসামাজিক কর্মকান্ড।অনুমতি ছাড়াই ৫ দিন ধরে মেলার নামে চলছে প্রকাশ্য মাদক বিকিকিনি,সেবন ও জুয়ার আসর। উপজেলা ও পুলিশ প্রশাসন এসব মাদক বিকিকিনি ও জুয়ার আসরের বিষয়ে জেনেও নিরব রয়েছেন বলে অভিযোগ করেছেন সচেতন নাগরিকেরা।

প্রতি বাংলা সনের ভাদ্র মাসের শেষ মঙ্গলবার চৌগাছা উপজেলার নারায়নপুর ইউনিয়নের কপোতাক্ষ নদের তীরবর্তী উচুঁ ঢিবির উপর হাজরাখানা গ্রামে ঐতিহ্যবাহী পীর বলুহ দেওয়ানের মাজারকে ঘিরে বসে এমেলা। এখানে ওরশের সময় স্থানীয়রা যশোর জেলা প্রশাসকের অনুমতিক্রমে মেলার আয়োজন করে থাকেন।

বিগত বছরগুলোতে ৩ থেকে ৭ দিন ধরে এই মেলা চলতে দেখা গেছে। কিন্তু এ বছরে আইন শৃঙ্খলা বাহিনীর নিবতা ওপরিস্থিতি ভালো না থাকায় জেলা প্রশাসক মেলার অনুমতি দেয়নি।অনুমতি ছাড়াই এলাকার স্বার্থান্বেষী ও প্রভাবশালী কিছু মানুষ অর্থের লোভে মেলার আয়োজ করেছেন বলেঅভিযোগ করছে এলাকাবাসি।

অনুমতি ছাড়াই মেলাকে কেন্দ্র করে মাজারের এক কিলোমিটার আশপাশে বসেছে রকমারী বিভিন্ন দোকান পাট। তবে মেলায় আসা ভক্তদের দোকানে প্রকাশ্যে বিক্রি হচ্ছে গাঁজা। রাতে চলছেঅশ্লীল নৃত্য ও চলছে জুয়ার আসর।মেলা এলাকা ঘুরে দেখা গেছে, হাজারো মানুষের ভিড়। দুই কিলোমিটার এলাকাজুড়ে চলছে মেলাটির নানা কার্যক্রম। বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে বসে আছেন বিক্রেতারা। মাজারটির পূর্ব-দিকে কপোতাক্ষ নদের ধারে বাগানে গাঁজা সেবন ও বিকিনির জমজমাট হাট চলছে।

মেলার বিভিন্ন জায়গায় তাবু টানিয়ে বসানো হয়েছে জুয়ার আসর। এছাড়া অনেকে পাটি পেতে গাঁজা বিক্রি করছেন।মেলার অনুমতি না থাকায় পুলিশ প্রহরা নেই বললেই চলে। যে কারনে সেখানে প্রকাশ্যে গাঁজাসহ বিভিন্ন মাদকের পসরা সাজিয়েছেন বিক্রেতারা।

চলছে গানের আড্ডা ও গাঁজা সেবন। তবে বেশিরভাগ ভক্তদের আস্তানায় অল্প বয়সী কিশোর ও শিক্ষার্থীরা ভিড় করতে দেখা গেছে। এছাড়া নেশাখোরেরা সেখানে এসে আড্ডা দিচ্ছেন। এদিকে মেলা এলাকায় সার্কাস নামে রাতে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর।মেলায় আসা দোকানিরা জানান, এ মেলায় দোকান বসাতে মোটা অংশের টাকা দিতে হয়েছে মেলা কমিটিকে।

হাজরাখানা পীর বলুহ দেওয়ান দাখিল মাদ্রাসার সুপার সিরাজুল ইসলাম বলেন, মেলার কারনে প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্বাভাবিক ক্লাশ ব্যাহত হচ্ছে। সকাল থেকে উচ্চস্বরে বাজনো হচ্ছে মাইক, শিক্ষার পরিবেশ হচ্ছে নষ্ট। তা ছাড়া শিক্ষার্থীরা অসামাজি কার্যকলাপে জড়িয়ে পড়ার অশঙ্কাও রয়েছে।মেলা কমিটি সভাপতি মিজানুর রহমান বলছেন, মেলার অনুমতির ব্যাপারে চৌগাছা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরীর সাথে কথা বলতে হবে। তিনি বলেন, আনুমতির ব্যাপারে কেউ জানতে চাইলে ওসি সাহেব বলেছেন, তার সাথে কথা বলতে। মেলায় মাদক বিক্রি হচ্ছে প্রশ্নে তিনি বলেন, হলে তা প্রতিহত করা হবে।চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, মেলার অনুমতির কোনো অনুলিপি আমি পাইনি। তবে মেলার বিষয়টি পুলিশ সুপার স্যারকে অবহিত করেছি। মাদক বিক্রি ও অশ্লিতার ব্যপারে বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

চৌগাছা উপজেলার কমিশনার (ভুমি) গুঞ্জন বিশ্বাস বলেন, মেলার অনুমতি হয়নি বিষয়টি আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখবো। অনুমতি না থাকলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।