Search
Close this search box.

দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই: ধর্ম উপদেষ্টা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন ডেস্ক:- দুর্গাপূজা পালনে সব ধরণের নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে। পূজার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।

এমন মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে বনানী পূজা মন্ডপ পরিদর্শনে এ কথা বলেন তিনি।ধর্ম উপদেষ্টা বলেন, সকলেই তাদের ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারবে। দুর্গাপূজায় কেউ বিশৃঙ্খলা সৃষ্টির করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবারের পূজায় কোনো ভয়ভীতি নেই। উৎসব উদযাপনে সবার সাংবিধানিক অধিকার রয়েছে।

এ সময় সংখ্যালঘুদের ওপর হামলা ইস্যুতে তিলকে তাল বানানোর অপচেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।তিনি আরও বলেন, অন্তর্বতীকালীন সরকার দেশ শাসন করতে নয় সংস্কার করতে এসেছে। শান্তিপূর্ণ পরিবেশ সরকারের প্রধান প্রাধান্য। সময় কম পেলেও সরকার কিছু করে যেতে চায়। ক্ষমতা যাতে দুই মেয়াদের বেশি না হয় তার চেষ্টা চলছে বলেও জানান তিনি।