Search
Close this search box.

পদ্মা নদী থেকে অল্পের জন্য বেঁচে গেলেন ৩০০ যাত্রী!

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

সাজ্জাদুল আমিন খান ইভান:- মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মায় ডুবতে থাকা একটি লঞ্চের তিনশ যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে কোস্টগার্ড।


আজ শুক্রবার (১৬ অক্টোবর ) সকালে অতিরিক্ত যাত্রী নিয়ে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে মাঝিরকান্দি ঘাটে যাওয়ার পথে জাজিরা পয়েন্টে এই ঘটনা ঘটে।

এম ভি মালেক দরবেশ-১ নামের ওই লঞ্চের যাত্রীদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে কোস্টগার্ড সদস্যরা। শুক্রবার সকালে মুন্সীগঞ্জ অংশে এই ঘটনা ঘটেছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা হায়াত ইবনে সিদ্দিক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে মাঝিরকান্দি ঘাটে যাওয়ার পথে জাজিরা পয়েন্টে পদ্মা সেতুর নিচে ডুবতে বসে লঞ্চটি। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে হাজির হন কোস্টগার্ড সদস্যরা। তারা লঞ্চের ৩০০ যাত্রীকেই নিরাপদে উদ্ধার করেন।

তিনি জানান, পানি কম থাকায় ও অধিক পরিমাণ যাত্রী বহন করায় এই ঘটনা ঘটেছে। উদ্ধারকৃতদের পরবর্তীতে লঞ্চে করে নিরাপদে গন্তব্যস্থলে পাঠানোর ব্যবস্থা করা হয় বলেও জানান তিনি।