Search
Close this search box.

দৌলতপুরে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফেনসিডিল উদ্ধার,আটক-২

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দৌলতপুর প্রতিনিধি কুষ্টিয়া:- কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ফেনসিডিল ও বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে।

রবিবার জেলার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ গ্রামের খোদা বক্সের ছেলে রিপন ড্রাইভারের বাড়ি থেকে ছয় লক্ষ টাকা মূল্যের দুই হাজার একশো পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ রিপন ড্রাইভারকে আটক করা হয়েছে।অন্যদিকে একই দিনে উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রামের হারেজ মন্ডলের ছেলে মাদক কারবারি রিপনের বাড়িতে অভিযান চালিয়ে তিন পিচ মাদকদ্রব্য ফেনসিডিল সহ মাদক কারবারি রিপনকে আটক করে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস আই মো.রাসেল কবীর বলেন, সোমবার (০৪ নভেম্বর) বেলা ১২ টার দিকে ইন্সপেক্টর খবির আহমেদ,এর নেতৃত্বে সিপাই রাশিদুল ইসলাম,জাহিদুল ইসলাম,বিলাস কুন্ডু ও সুব্রত বর্মণের সার্বিক সহযোগিতায় উপরোক্ত মাদক কারবারি কে আটক ও মাদক দ্রব্য উদ্ধার করা হয়।

মাদক উদ্ধারের ঘটনায় কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে দৌলতপুর থানায় মাদক আইনে দুজনের নামে আলাদা দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে।